মেজর লিগ সকারের কাপ ফাইনাল ৭ ডিসেম্বর। ম্যাচের দেখা হতে চলেছে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এবং জার্মান তারকা থমাস মুলারের। ফাইনালে লড়বে দুজনের ইন্টার মিয়ামি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।
ম্যাচে নিয়ে বিশ্বজয়ী মুলার বলেছেন, ‘এই লড়াইটি মেসির বিপক্ষে থমাস মুলারের নয়। ম্যাচ মিয়ামির বিপক্ষে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের। সম্ভবত তারা মেসির উপর একটু বেশি নির্ভর করে, যেখানে আমাদের দারুণ একটি গ্রুপ থাকার কারণে সেভাবে নির্ভর করতে হয় না।’
‘মেসির খেলা দেখে উপভোগ করি। আমার কাছে মনে হয়েছে মিয়ামি বেশ শক্তিশালী দল। আমরা তাদের নিউইয়র্ককে বেশ জোরালভাবে হারাতে দেখেছি। এটা একটা বড় ফাইনাল। ফাইনালের জন্য শুভ কামনা জানাই। আর এবার আমরাও এগিয়ে যাব। আমার মনে হয় এটা সবার জন্যই দারুণ ম্যাচ হবে।’
ম্যাচ নিয়ে ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেছেন, ‘ব্যাপারটি এমন যে, সে বিশ্বেরসেরা বলেই এমন, তারপরও প্রতি ম্যাচে সে জিতবে এমন বিশ্বাস করা কিছুটা অন্যায্য। সবাই নিজের সেরাটা উজাড় করে দিয়েছে।’
ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে হবে এমএলএস কাপ ফাইনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।









