যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির পথচলা আরও দীর্ঘায়িত হতে চলেছে। চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি থাকলেও সেটি আরও এক বছর বাড়ানোর পথে রয়েছে। অর্থাৎ ক্লাবটির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন হতে চলেছে মেসির, খবর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে।
চুক্তি নবায়নের খবরটি মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাকেও বাড়িয়ে দিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে মেসির অবসর নেয়ার বিষয়টি বারবার আলোচনায় আসলেও, চুক্তি নবায়নের সিদ্ধান্ত অন্তত ১৮ মাসের জন্য তার ক্যারিয়ার বাড়ছে।
এই চুক্তি নবায়নের খবর আসতে পারে বিশাল এক বাণিজ্যিক সম্ভাবনা হয়ে। বিশেষ করে ২০২৬ সালের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করবে এবং ধরে নেয়া যায়, সেই সময় মেসি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলের অধিনায়ক হিসেবেও থাকবেন, ফলে স্বাভাবিকভাবেই তাকে নানাভাবে বিপণনের দিগন্ত আরও প্রসারিত হবে।
ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস বেশ আত্মবিশ্বাসী। সম্প্রতি তিনি বলেছেন, ‘তারকারা এক জায়গায় মিলে গেছে। মেসির ইচ্ছাই এখানে মুখ্য। আশা করি আগামী ৬০-৯০ দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। সবকিছুই করছি এই উদ্দেশ্যে, যেন নতুন স্টেডিয়ামে ২০২৬ সালে মেসিকে দেখতে পারি।’
তৃতীয় এমএলএস মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। চার ম্যাচে করেছেন তিনটি গোল, অ্যাসিস্ট করেছেন দুটি। তার দল ইন্টার মিয়ামি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের দুইয়ে আছে। রোববার শিকাগো ফায়ারের মুখোমুখি হবে মেসি বাহিনী।









