টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। সেরে না ওঠায় ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না দুজনই। দুই তারকাকে ছাড়া খেলতে নেমে মিয়ামি ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষপর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি টাটা মার্টিনোর দল।
ফ্লোরিডার এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে সোমবার সকালে মেজর লিগ সকারে দুদলের ম্যাচটি ১-১তে ড্র হয়েছে। ঘরের মাঠে আক্রমণে অবশ্য এগিয়ে ছিল অরল্যান্ডো। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও শেষপর্যন্ত মিয়ামির রক্ষণে গিয়ে আর পেরে ওঠেনি অরল্যান্ডো।
প্রতিপক্ষের মাঠে মিয়ামিও সমানতালে আক্রমণে গেছে। অবশ্য বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিক দলটি। ৫২ শতাংশ বলের দখল ছিল অরল্যান্ডোর। তাদের নেয়া ১৩ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে টাটা মার্টিনোর দল।
আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে দুদলের কেউই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমে গোলের দেখা পেয়ে যায় মিয়ামি। ৫২ মিনিটে ডেভিড রুইজের লক্ষ্যভেদে এগিয়ে যায়। এর ১৪ মিনিট পর সমতা টানে অরল্যান্ডো। ডানকান ম্যাকগুয়েরের জোরাল শটে বল জালে জড়ালে ১-১ গোলের সমতা টানে স্বাগতিক দলটি।
এই ম্যাচে পয়েন্ট হারিয়ে আবারও একধাপ নিচে নেমে গেছে মেসির মিয়ামি। ১৫ দলের মধ্যে তাদের অবস্থান এখন ১৪তে। প্লে অফে খেলতে কমপক্ষে নয়ে থেকে শেষ করতে হবে মেসি-বুসকেটসদের।
আগামী বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের ফাইনালে মিয়ামি মুখোমুখি হবে হিউস্টন ডায়নামোর।








