ক্যারিয়ারের ৪৮তম শিরোপার দেখা পেয়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মত প্রতিযোগিতাটিতে শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার মিয়ামি। ক্লাবটির দ্বিতীয় শিরোপা এটি। এর আগে ২০২৪ মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। মিয়ামির হয়ে গোল করেছেন রদ্রিগো ডি পল ও তাদেও আলেন্দে, অন্য গোলটি এসেছে প্রতিপক্ষ দল নিজেদের জালে বল পাঠালে। হোয়াটক্যাপসের হয়ে একমাত্র গোলটি করেছেন আলি আহমেদ।
ম্যাচের ৮ মিনিটে লিড পায় মিয়ামি। প্রতিপক্ষ ফুটবলার এডিয়ের ওকম্পো নিজেদের জালে পাঠান। ১-০ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬০ মিনিটি আহমেদের গোলে সমতায় ফেরে হোয়াইটক্যাপস। ৭৫ মিনিটে ডি পল গোল করে মিয়ামিকে ফের লিড এনে দেন। ৯০ মিনিটে আলেন্দে তৃতীয় গোলটি করেন। পরে ৩-০ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে মিয়ামি।








