মেজর লিগ সকারে অলস্টার গেমে না খেলে নিষিদ্ধ হয়েছেন জর্ডি আলবা ও বিশ্বজয়ী লিওনেল মেসি। এজন্য লিগপর্বের ম্যাচে খেলতে পারেননি ৩৮ বর্ষী মহাতারকা। তার অনুপস্থিতিতে ম্যাচও জিততে পারেনি হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। এফসি সিনসিনাতির বিপক্ষে গোল শূন্য ড্র হয়েছে ম্যাচ।
লডারডেলের চেজ স্টেডিয়ামে মেসি বিহীন খেলতে নেমে প্রথমার্ধে ছিল গোল শূন্য ড্র। ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, জর্ডি আলবা এবং ম্যাক্সি ফ্যালকন। এছাড়া অ্যালেন অবান্দো, বাল্টাসার রদ্রিগেজ, ইয়ান ফ্রে এবং অস্কার উৎসারি চোটের কারণে মাঠে নামতে পারেননি।
বিরতির পরও ম্যাচে ফলাফল ওই একই রকম ছিল। মিয়ামি কিছু আক্রমণ করলেও মেসি ছাড়া সেই আক্রমণের সুবিধা আদায় করতে পারেনি দলটি। নির্ধারিত সময়ের খেলা শেষে দুদল একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ইস্টার্ন কনফারেন্সের শীর্ষেই ছিল সিনসিনাতি। মেসিদের ছাড়াও দলটি ড্র করে পয়েন্ট হাঁরিয়েছে। তাতে শীর্ষস্থানও হারিয়েছে দলটি। ২৫ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে এসেছে সিনসিনাতি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া।
অন্যদিকে মেসিদের ইন্টার মিয়ামি আছে পয়েন্ট টেবিলের পাঁচে। ২২ ম্যাচ খেলে ১২ জয় ও ৬ ড্র’তে মিয়ামির পয়েন্ট এখন ৪২।









