কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে হেরে বিদায় নেয় ইন্টার মিয়ামি, এরপর লিগে আরও ম্যাচে হার দেখেছে লিওনেল মেসি বাহিনী। টানা তিন হারের পর জয়ের দেখা পেল তারা। এই ম্যাচে গোল পেয়েছেন দলের তারকা খেলোয়াড় মেসি ও লুইস সুয়ারেজ।
ফ্লোরিডায় মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে মিয়ামির হয়ে গোল করেন ফাফা পিকাল্ট, মার্চেলো ভেইগান্ট, লুইস সুয়ারেস ও মেসি।
ম্যাচের ৯ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন পিকাল্ট। ৩০ মিনিটে ব্যবধানে দ্বিগুণ হয় ভেইগান্টের গোলে। আর ম্যাচের ৩৯ মিনিটে সুয়ারেজ স্কোরলাইন করে ফেলেন ৩-০। এই গোলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচের গোলখরা কাটান সাবেক উরুগুইয়ান তারকার।
৪৩ মিনিটে রিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের গোলে ব্যবধান কমায় রেডবুল। তবে ৬৭ মিনিটে মেসির গোলে ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে মিয়ামি। দলটির হয়ে চলতি বছর ১৩ ম্যাচে ৮ গোল করলেন কিংবদন্তি মেসি। আর ক্যারিয়ারের ৮৫৯তম।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চারে আছে মিয়ামি। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।









