কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম রাউন্ডে কাভালিয়ারের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছে বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। তবে পথ হারায়নি ইন্টার মিয়ামি, লুইস সুয়ারেজ এবং তাদেও আলেন্দের গোলে কাভালিয়ারকে ২-০তে হারিয়েছে তারা। এ নিয়ে টানা দুই ম্যাচে মাঠে নামেননি বিশ্বজয়ী মহাতারকা।
খেলার প্রথমার্ধে শাকেলিন স্টেইন গোল করে কাভারিয়ারকে এগিয়ে দিয়েছিলেন। মেঘ জমেছিল মিয়ামি ডাগআউটে। সেটি অফসাইডে বাতিল হলে বেচে যায় মিয়ামি।
ম্যাচের প্রথম গোলের জন্য ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মিয়ামিকে। ৬১ মিনিটে প্রথম গোলের দেখা পায় ক্লাবটি, তাদেও অ্যালেন্দের গোলে প্রথমে এগিয়ে যায়। যদিও এ গোলটিও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে পরীক্ষা করা হয়। ঠিকঠাকই ছিল গোলটি।
ম্যাচে কাভালিয়ারের কফিনে শেষ পেরেক ঠোকেন লুইস সুয়ারেজ। ৮৩ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মিয়ামি, উরুগুয়ে তারকার মাধ্যমে। শেষ ষোলোয় পরের লেগে দুই গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে নামবে মেসির মিয়ামি। দলটির পরের ম্যাচ লিগে, শার্লোট এফসির বিপক্ষে।









