চোটের কারণে ফিফার সবশেষ আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে যান লিওনেল মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়াই জয় তুলে নেয় আর্জেন্টিনা। বিশ্রাম কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছেন মেসি। তার ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অনুশীলন করেছেন বিশ্বজয়ী কিংবদন্তি।
বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে পাঁচটায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলবে মিয়ামি। ম্যাচটি সামনে রেখে তার আগেরদিন অনুশীলন করেন মেসি। কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো জানিয়েছেন মেসি আসন্ন ম্যাচটিতে খেলার জন্য প্রস্তুত। তবে তিনি কত মিনিট খেলবেন তা এখনও স্পষ্ট নয়।
সংবাদ সম্মেলনে মিয়ামি কোচ বলেছেন, ‘লিও ভালো করছে, আর ঈশ্বরের ইচ্ছায়, যদি অপ্রত্যাশিত কিছু না ঘটে, তাহলে সে দলে থাকবে। সে ধারাবাহিকভাবে উন্নতি করছে। লিও একজন অনন্য খেলোয়াড়, মাঝে মাঝে তাকে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু সে তার শরীর সম্পর্কেও ভালোভাবে অবগত। বাস্তবতা হলো, সে অনুশীলনে ফিরে আসছে। সে ইতিমধ্যেই কিছু সেশনে অংশগ্রহণ করেছে, এবং আজ, সে পূর্ণাঙ্গ একটি সেশন সম্পন্ন করবে।’









