কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে দুমাস ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। বিশ্বজয়ী কিংবদন্তিকে ছাড়াই ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। পুনর্বাসনে তার সামনে এসেছে আরও দুঃসংবাদ। ফ্লুতে আক্রান্ত হয়েছেন মহাতারকা ফরোয়ার্ড।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে পুনর্বাসনে আছেন মেসি। ফ্লুতে আক্রান্ত হওয়ায় সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি। দ্রুত সময়ের মধ্যে মাঠে ফেরার চেষ্টায় আলাদাভাবে অনুশীলন করেছেন তিনি।
মেসির মাঠে ফেরার সময় এখনও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বলছে, ১৪ সেপ্টেম্বর মিয়ামি জার্সিতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ফেরার সম্ভাবনা থাকলেও তা এখন ক্ষীণ। ১৮ সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দেখা যেতে পারে আর্জেন্টাইন মহাতারকাকে।









