শৃঙ্খলা ভাঙার দায়ে দুসপ্তাহের জন্য দলে নেই বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমিও ছিলেন না। চোটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের মৌসুম শেষ হয়ে গেছে আরও আগেই। এমন বাস্তবতায় কাইলিয়ান এমবাপেদের দৃঢ়তায় জয় তুলেছে পিএসজি। অন্যরা সক্রিয় ছিলেন বলেই জয় সম্ভব হয়েছে, মনে করেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের।
ট্রয়েসের মাঠে রোববার রাতে লিগ ওয়ানে ৩-১ গোলে জিতেছে পিএসজি। অষ্টম মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় দলটি। মৌসুমে এটি এমবাপের ২৪তম গোল। লিওঁ ফরোয়ার্ড আলেক্সান্ডার ল্যাকাজেত্তে সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে।
ম্যাচের ৫৯ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার গোলে। ৮৩ মিনিটে ট্রয়েসের হয়ে ব্যবধান কমিয়ে খেলা জমিয়ে তোলেন জাভিয়ে শাভালেরিন। তিন মিনিট পর মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজের গোলে শেষপর্যন্ত দুর্দান্ত জয়েই মাঠ ছাড়ে গালতিয়েরের দল।
মাঠে ও মাঠের বাইরে বাজে সময় পার করা পিএসজির জন্য জয়টি ছিল খুব গুরুত্বপূর্ণ। বোঝা গেল ফরাসি ক্লাবটির কোচের কথাতেই। ম্যাচ শেষে গালতিয়ের বলেছেন, ‘এই জয় পয়েন্ট টেবিলের জন্য গুরুত্বপূর্ণ। লেন্স-মার্শেই দুর্দান্ত খেলছে, যে কারণে আমাদের এই লিড নেয়াটা খুব জরুরি ছিল।’
আগের ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে হারে পিএসজি। পরে মেসির সঙ্গে নিষেধাজ্ঞার ঘটনা। মাঠের খেলা থেকে পিএসজির মনোযোগ সরে যাওয়ার যে শঙ্কা ছিল তা কাটিয়ে উঠেছে টেবিলের ১৯তম দল ট্রয়েসকে হারিয়ে।
৫৬ বর্ষী কোচ বলেছেন, ‘দলটি যেভাবে নিজেদের প্রকাশ করেছে, সবদিক থেকে তারা দারুণ করেছে। তাছাড়া খেলোয়াড়রা খুবই সক্রিয় ছিল। বল দখল ও লড়াইয়ে দুর্দান্ত ছিল। খেলোয়াড়রা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছে, দলে অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে সবাই বহুমুখী পারফরম্যান্স করেছে।’







