লিওনেল মেসি যোগ দেয়ার পর অন্য উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। তাকে নিয়ে উন্মাদনা কমেনি এখনও। ইন্টার মিয়ামি মহাতারকাকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে এসেছিলেন ৬২ হাজার ৩৫৮ জন দর্শক। শিকাগোর ইতিহাসে এতবেশি দর্শক আগে আসেনি কোনো ম্যাচে। মেসির থাকায় লিগটি আরও উন্নতি করবে, মনে করছেন মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো।
মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিয়ামি। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেন মেসি। সাফল্য আসেনি একটিতেও। ৬৩ ও ৮৫ মিনিটে ক্রসবারে লেগে ফেরত আসে আর্জেন্টাইন মহাতারকার দুটি শট। ৮৬ মিনিটে অফসাইডে বাতিল হয় লুইস সুয়ারেজের গোল।
ম্যাচ শেষে মেসি প্রসঙ্গে আর্জেন্টাইন কোচ মাশ্চেরানো বলেছেন, ‘আরও দুই মৌসুম মেসি এখানে থাকবেন। বিশ্ব এখন এমএলএসকে একভাবে দেখছে, আশা করি এসময়ের মধ্যে এখানে আরও পরিবর্তন আসবে এবং অন্যভাবে দেখবে। এমএলএসকে বিশ্ব কীভাবে দেখছে সেটি বদলে দিচ্ছেন মেসি। এতে কোনো সন্দেহ নেই। শেষপর্যন্ত, আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যিনি এসমস্ত অর্জন করতে সক্ষম। এই জাতীয় লিগকে সর্বাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যা খুব গুরুত্বপূর্ণ।’
‘আজ মাঠে আমরা এমনকিছুই দেখতে পেয়েছি। এটি তার তৈরি করা অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ। লোকেরা তাকে দেখতে এসেছিল, এটাই বাস্তবতা।’









