স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এজন্য ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা ব্যক্তিগত আমন্ত্রণ পাঠিয়েছেন বিশ্বজয়ী ও ক্লাবটির কিংবদন্তি সাবেক লিওনেল মেসিকে। তবে বার্সার উদযাপনে আসা হচ্ছে না মেসির।
সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোর খবর, ‘মেসি বলেছেন ন্যু ক্যাম্পে কোনো একদিন তার পরিবারসহ ফেরার ইচ্ছা আছে। কিন্তু ১২৫ বর্ষপূতি উদযাপনে যাওয়া হচ্ছে না। তবে তার সবসময় মনে হয় তিনি বার্সেলোনায়ই আছেন।’
মেসি সংবাদমাধ্যমে বলেছেন, ‘আমাদের শহর এবং কাতালুনিয়া ছেড়ে যেতে হয়েছিল আমাদের। কিন্তু আমার সন্তানরা কাতালান এবং আমি সারাজীবন সেখানেই বসবাস করেছি। মনে করি আমি বার্সেলোনায় আছি এবং আমরা ভবিষ্যতে আবার সেখানে বসবাস করতে চলেছি। আমাদের সন্তান, স্ত্রী এবং আমি বার্সেলোনার জীবন অনুভব করি, আমরা সেখানে অনেককিছু রেখে এসেছি।’
কাতালুনিয়ান রেডিওর তথ্য, লাপোর্তা ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রান তেত্রে দেল লিসিউ থিয়েটারে মেসিকে দেখতে চান। বার্সার কিংবদন্তি সাবেকদের মধ্যে জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কোচ পেপ গার্দিওলাসহ অনেকে উপস্থিত থাকবেন। ক্লাব ছাড়ার পর প্রথমবার বিশ্বজয়ী মেসির সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা জেগেছিল।
২০০০ সালে ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। চার বছর পর ২০০৪ সালে কোচ ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সার মূল দলে অভিষেক হয়। দ্রুত সময়ের মধ্যে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে ক্লাবটির সাথে সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজি ঘুরে এখন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে আছেন।









