জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্বে আছেন ভিনসেন্ট কোম্পানি। চ্যাম্পিয়ন্স লিগে রাতে বার্সেলোনার বিপক্ষে নামছে দলটি। তার আগে মেসির সম্ভাব্য বদলি হিসেবে লামিন ইয়ামালের প্রশংসা করেছেন কোম্পানি।
বিশ্বজয়ী লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। এখন খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে। মেসি চলে যাওয়ার পর একাডেমি থেকে মূল দলে এসেছেন ইয়ামাল। যার বয়স ছিল মাত্র ১৫ বছর। ২০২৩ সালে বার্সেলোনায় অভিষেক হয় সম্প্রতি ইউরোজয়ী স্পেন তারকার।
ইয়ামালের প্রশংসায় কোম্পানি বলেছেন, ‘এটা ব্যতিক্রম যে মেসি চলে যাওয়ার কিছু পরেই বার্সেলোনা লামিন ইয়ামালের মতো খেলোয়াড় পেয়েছে। আমাদের প্রজন্মে, মেসি ছিল ম্যাচের মোড় ঘোরানোদের মাঝে একজন। তার চলে যাওয়ার অল্প সময় পর তারা সম্ভাব্য এমন একজন খেলোয়াড় পেয়েছে, যাকে তার জায়গায় স্থাপন করতে পারে।’
‘এর পুরো কৃতিত্ব বার্সার একাডেমি লা মাসিয়ার। তারা সবসময় এমন খেলোয়াড়দের বিশ্বাস রেখে সুযোগ দিয়েছে। এখন প্রশ্ন ইয়ামালকে থামানো নয়, আমরা বার্সেলোনার বিপক্ষে জেতার চেষ্টা করব, যার মানে সব খেলোয়াড়কে থামানো।’
‘আমাদের মূল লক্ষ্য দল, কোনো একজন খেলোয়াড় নয়। কিন্তু সে ব্যতিক্রমী একজন খেলোয়াড়।’









