মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে বড় জয় পেয়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। মার্কিন যুক্তরাষ্ট্রের লিগটিতে এসে প্রথম হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। মিয়ামির ৬-২ গোলের জয়ের রাতে মেসি একটি গোল করেছেন, পাশাপাশি অ্যাসিস্টে রেকর্ড গড়েছেন।
প্রথমার্ধে ইন্টার মিয়ামি ১-০ গোলে পিছিয়ে থাকার পর জাদু দেখান মেসি। দ্বিতীয়ার্ধে দলের মোট ছয় গোলের পাঁচটিতে অবদান রাখেন। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ম্যাথিয়াস রাজোসের মাধ্যমে গোলের শুরুটা করে মিয়ামি। ৫০ মিনিটে নিজে একটি গোল করেন মেসি, যা এ মৌসুমে তার দশম গোল।
ইন্টার মিয়ামির হয়ে ২৮ বর্ষী প্যারাগুয়ে তারকা ম্যাথিয়াস ৪৮ এবং ৬২ মিনিটে দুটি গোল করেন। এরপর মেসির তিন অ্যাসিস্টে ৬৮, ৭৫ এবং ৮১ মিনিটে গোল করে মেজর লিগ সকারে প্রথম হ্যাটট্রিক করেন সুয়ারেজ।
এ ম্যাচে মেসি পাঁচটি অ্যাসিস্টের মাধ্যমে মেজর লিগ সকারে এক ম্যাচে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন। ম্যাচে তার নিজের গোলের মাধ্যমে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের সাথে সম্পৃক্ত থাকার রেকর্ডও গড়েছেন।
এ জয়ে ১২ ম্যাচ খেলা ইন্টার মিয়ামি ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকল। ২১ পয়েন্ট নিয়ে সিনসিনাটি দুইয়ে এবং ১৯ পয়েন্টে টরেন্টো তিনে অবস্থান করছে।








