মেজর লিগ সকারে সিএফ মন্ট্রিলের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। জয়ের ম্যাচে লিগের নতুন নিয়মের কারণে ফ্রি-কিক নিতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেই নতুন নিয়মে অসন্তুষ্ট কিংবদন্তি, ক্ষোভ ঝেড়েছেন কোচ টাটা মার্টিনোও।
ম্যাচের ৪০ মিনিটে মন্ট্রিল ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেল আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ফাউল করলে মাঠে লুটিয়ে পড়েন মেসি। মিয়ামির মেডিকেল দল মাঠে আসলেও ক্যাম্পবেলকে কোনো হলুদ কার্ড দেখাননি রেফারি। তবে চিকিৎসা নিতে ১৫ সেকেন্ডের বেশি সময় লেগে যায় মেসির। মেজর লিগের নতুন নিয়ম অনুসারে, প্রাথমিক চিকিৎসায় ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। চলতি মৌসুম থেকেই নিয়মটি চালু হয়েছে।
যে কারণে মেসির আদায় করে নেয়া সেই ফ্রি-কিক নিতে হয় রোজাসকে। যদিও রোজাস হতাশ করেননি। মেসির মতো বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে জড়ান। তবে লিগের এমন নিয়মে খুশি নন বিশ্বজয়ী মেসি। মাঠের বাইরে এক ক্যামেরার সামনে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এটা কী ধরনের নিয়ম, এটা খারাপ হচ্ছে।’
ম্যাচ শেষে দলটির আর্জেন্টাইন কোচ মার্টিনো বলেছেন, ‘এমন পরিস্থিতি রয়েছে যা অবশ্যই সংশোধন করা উচিত। লিওকে স্পষ্ট ফাউল করেছিল। খেলোয়াড়টি হলুদ কার্ডের যোগ্য। যদি সে ফাউল না করত মেসি তো কখনোই দুই মিনিটের জন্য মাঠ ছাড়তেন না।’
‘এখানে আমি পরিষ্কার বুঝতে পারছি, যে দল ফাউলের শিকার হয়েছে উল্টো তাদেরই শাস্তি পেতে হয়েছে। এই নতুন নিয়মটি পরিবর্তন করা উচিত, এমনকিছু পরিস্থিতিতে তো অবশ্যই সংশোধন করা উচিত। যেখানে হওয়ার কথা হলুদ কার্ড, সেখানে আমরাই লিওকে দুই মিনিটের জন্য হারিয়েছিলাম।’









