পেশির চোটে ইন্টার মিয়ামির স্কোয়াডে নেই লিওনেল মেসি। বিশ্বজয়ীকে ছাড়া খেলতে নেমে রীতিমত বিধ্বস্ত হয়েছে দলটি। টানা দুই জয়ের পর নিউইর্য়ক রেড বুলসের বিপক্ষে ৪-০তে হেরেছে টাটা মার্টিনো দল।
রেড বুল এরিনায় রোববার রাতে মেজর লিগ সকারের ম্যাচে নিউইর্য়কের হয়ে হ্যাটট্রিক করেন লুইস মরগান। ওয়াইকেলম্যান কারমোনা অন্য গোলটি করেন। হ্যাটট্রিক অ্যাসিস্ট করেন দন্তে ভানজের।
ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যে এগিয়ে যায় নিউইর্য়ক। বেলজিয়ান ফুটবলার দন্তে ভানজেরের থেকে বল পেয়ে জালে জড়ান মরগান। দ্বিতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বিরতির পর ৫১ মিনিটে ভানজেরের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন মরগান।
৬৬ মিনিটে ভানজেরের থেকে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন কারমোনা। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন লুইস। ৭৮ মিনিটে ইন্টার মিয়ামি জালের দেখা পেলেও ভিএআর রিভিউ দেখে গোলটি বাতিল করে দেন রেফারি। বড় হার নিয়ে মাঠ ছাড়েন লুইস সুয়ারেজ-জর্ডি আলবা।
ম্যাচ শেষে মার্টিনো বলেছেন, ‘ম্যাচে রেড বুলের জয়ের আকাঙ্ক্ষা ছিল, যেটি আমাদের ছিল না। যখন একটি দল জয়ের ইচ্ছা ছাড়া এবং কোনো অনুপ্রেরণা ছাড়া মাঠে নামে, আর অন্য দলটি যখন জয়ের জন্য নামে, তখন তারাই জেতে।’
এই হারে মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেছে মিয়ামি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট টাটা মার্টিনোর দলের। এক ম্যাচ কম খেলা সিনসিনাটি ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে তিনে নিউইর্য়ক।
এমএলএসে ৩১ মার্চ নিউইয়র্ক সিটির মুখোমুখি হবে মিয়ামি। ঘরের মাঠে সে ম্যাচেও মেসিকে পাবে না দলটি। ৩ এপ্রিল কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্টেরির বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার কথা আর্জেন্টাইন অধিনায়কের।







