মেজর লিগ সকারের ইতিহাসে প্রথম শিরোপা জিতে দারুণ মৌসুম শেষ করেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। দুর্দান্ত মৌসুমটি শেষে করেই এবার নতুন করে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। ২০২৬ মেজর লিগ সকারের আগে প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিতে লাতিন আমেরিকা সফরে যাবে মেসির দল। যার মধ্যে একটি ম্যাচ খেলবে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা দে গুয়ায়াকিলের বিপক্ষে।
শনিবার মেজর লিগের চ্যাম্পিয়নরা জানায়, প্রাক মৌসুমের প্রস্তুতি হিসেবে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। হাভিয়ের মাশ্চেরানো শিষ্যরা সফরের শেষ ম্যাচটি খেলবে ইকুয়েডরে। সেখানে মেসি- লুইস সুয়ারেজরা মাঠে নামবে ইকুয়েডরের ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে। বার্সেলোনা দে গুয়ায়াকিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে ৭ ফেব্রুয়ারি গুয়ায়াকিলের মনুমেন্টাল বানকো স্টেডিয়ামে।
সফরের প্রথম ম্যাচটি ২৪ জানুয়ারি পেরুর লিমার আলেহান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে মিয়ামি। ২৫টি প্রথম বিভাগ লিগ শিরোপা জয়ী আলিয়াঞ্জা লিমা পেরুর ফুটবল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল ক্লাব।
দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার ১৮টি ঘরোয়া লিগ শিরোপা এবং দুইবারের কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে খেলবে মেসিরা। ম্যাচটি হবে ৩১ জানুয়ারি।
যদিও সফরের স্কোয়াড এখনও ঘোষণা করেনি ইন্টার মিয়ামি। দলটির আরও কিছু প্রাক মৌসুম ম্যাচ খেলার সম্ভবনা থাকলেও এখনও কোন ঘোষণা আসেনি। প্রাক মৌসুম পর্ব শেষ করে ইন্টার মিয়ামি তাদের মেজর লিগ মৌসুম শুরু করবে ২১ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেস বিপক্ষে মাঠে নেমে।









