পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন লিওনেল মেসি। সবকিছু ঠিক থাকলে ইন্টার মিয়ামি হবে তার ক্যারিয়ারের শেষ ক্লাব। আর্জেন্টাইন মহাতারকা অবশ্য স্বীকার করছেন, ফুটবল ছেড়ে দেয়ার জন্য তিনি মোটেও প্রস্তুত নন।
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে ২০২৩ সালে যোগ দেন মেসি। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন। চুক্তি শেষে এলএম টেনের ফুটবল থেকে বিদায়ঘণ্টা বাজতে পারে।
৩৭ বর্ষী বিশ্বজয়ী মহাতারকা বলেছেন, ‘আমি ফুটবল ছাড়তে প্রস্তুত নই। সারাজীবন এটা নিয়েই পড়ে আছি। অনুশীলন ও খেলাগুলো উপভোগ করি। ভয় সবসময় আছে যে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। মনে হয় ইন্টার মিয়ামি আমার শেষ ক্লাব হতে চলেছে।’
ক্যারিয়ারে অর্জনের খাতায় চোখ রাখলে দেখা যায়, প্রায় সবকিছুই জিতেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ, লিগ শিরোপা, বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যালন ডি’অর ট্রফি তার ঝুলিতে। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজন হিসেবে সমাদৃত। তর্কসাপেক্ষে তিনি সর্বশ্রেষ্ঠ ফুটবলার। আর্জেন্টিনার কিংবদন্তি বিশ্বের লাখ লাখ মানুষের অনুপ্রেরণা।
কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত মেসিকে ভবিষ্যৎ সম্পর্কে হয়তো দ্রুতই সিদ্ধান্ত নিতে হচ্ছে না। মিয়ামিতে তার চুক্তিতে মেয়াদ শেষ হতে এখনও ১৮ মাস বাকি। মেয়াদ শেষে তার বয়স হবে ৩৮ বছর।









