টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে এসে হার। আর্জেন্টাইন যুবাদের সপ্তম বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। চিলির সান্তিয়াগোতে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে মরক্কো। হারের পর স্বদেশী যুবাদের সাহস জুগিয়েছেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি বার্তা দিয়েছেন মাথা উঁচি রাখার।
মেসি ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অনুজদের নিয়ে লিখেছেন, ‘ছেলেরা, তোমরা মাথা উঁচু রাখো, দারুণ বিশ্বকাপ খেলেছ। যদিও আমরা চেয়েছি তোমাদের হাতে বিশ্বকাপ দেখতে। আকাশী-সাদাকে হৃদয়ে ধারণ করে তোমরা যা দিয়েছ তাতে গর্বিত।’
ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোন বিশ্বকাপ জিতেছে মরক্কো। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল হারের স্মৃতি আছে তাদের। অনূর্ধ্ব-২০ দল এনে দিল বিশ্বকাপ শিরোপা।
ইয়াসির জাবিরি দুই গোল করে মরক্কোর জয়ের নায়ক। যেখানে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা, যাদের ঝুলিতে আছে ছয়টি যুব বিশ্বকাপ ট্রফি।
মেসি আর্জেন্টিনার হয়ে ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। নেদারল্যান্ডসে সেবারের আসরের ফাইনালে আফ্রিকার নাইজেরিয়াকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ ঘরে তুলেছিল আলবিসেলেস্তে যুবারা। ফাইনালে স্পটকিক থেকে মেসি করেছিলেন দুই গোল। পুরো আসরে করেছিলেন ছয় গোল।









