বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির কলকাতা দিয়ে ‘গোট ট্যুর ইন্ডিয়া’ সফর শুরু হয়েছিল। প্রথমদিনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজনে হয়েছিল বিশৃঙ্খলা। নানা অব্যবস্থাপনার জন্য মেসিকে ভারতে আনার মূল কারিগর শতদ্রু দত্তকে আটক করে পুলিশ। এবার পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার পদত্যাগ করেছেন। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তথ্যটি নিশ্চিত করেছেন।
অরূপ বিশ্বাস পদত্যাগপত্রে লিখেছেন, ‘শ্রদ্ধেয়া দিদি, আমার প্রণাম নেবেন। গত ১৩ ডিসেম্বর মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশাকরি আপনি আমার এই অনুরোধ রাখবেন।’
মেসির অনুষ্ঠান ঘিরে অভিযোগ ওঠে, ১৩ ডিসেম্বর যুব ভারতীতে মেসির অনুষ্ঠানের জন্য হাজার হাজার রুপি দিয়ে টিকিট কাটেন ভক্তরা। অথচ স্টেডিয়ামে ঢোকার পর মেসিকে এক পলকও দেখতে পাননি তারা। মাঠের মাঝে মন্ত্রী, ভিভিআইপিদের ভিড় ঘিরে ধরে মেসিকে। যারা অর্থ দিয়ে টিকিট কাটেন তারা বঞ্চিত হন।
ক্ষোভ গিয়ে পড়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। মেসির সাথে আঠার মতো লেগে ছিলেন তিনি, সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর সমালোচনা উঠে অরূপের বিরুদ্ধে। অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায়ও পড়ে তার উপর।









