লিওনেল মেসির ভারত সফরে শুরুটা চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে হলেও বাকিটা বেশ কাটছে। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’র প্রথমদিনে আয়োজকদের ব্যর্থতায় তাকে ঠিকমতো দেখতে না পেয়ে কলকাতার সল্টলেকে হট্টগোল বাধে, ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর ও নানা সম্পদ লুট করার মতো ঘটনা ঘটিয়েছে। তবে মুম্বাইয়ে সবকিছু বেশ জমকালো আয়োজনে চলছে।
রোববার বিকেল পাঁচটার দিকে মুম্বাইয়ে হাজির হন মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডে পল। সেখানে মেসির হাতে তার ও সহধর্মিণীর রাজকীয় একটি পোর্ট্রেট পেইন্টিং তুলে দেয়া হয় জিন্দাল গ্রুপের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ডে পল ও সুয়ারেজ।
সাড়ে পাঁচটার দিকে মেসির সম্মানে ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ভারতীয় তারকা অভিনেতা টাইগার শ্রফ, জিম সারবাহ, পার্থ জিন্দাল, দিনো মোরিয়া, রাহুল বেকে, ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রীর সাথে খেলায় যোগ দেন। সাত সদস্যের করে দুই দলের নাম রাখা হয় ইন্ডিয়া স্টারস ও মিত্র স্টারস।
সন্ধ্যা ছয়টার দিকে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন। তার আগেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রদ্রিগো ডে পল ও সুয়ারেজের সাথে হাজির হন মেসি।









