জাভি হার্নান্দেজ বলেছেন, মেসির ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনার ‘৯৯ শতাংশ’ নির্ভর করছে মহাতারকার উপরই। স্প্যানিশ টিভিতে আলাপে একথা জানান বার্সেলোনার কোচ।
‘এটা মেসির উপরই নির্ভর করছে। যদি যে বার্সায় আসতে চায়, প্রয়োজনীয় যা কিছু করার তা আমরা করব। আমি মনে করি শর্তগুলো ঠিক আছে। সে এখনও আমাদের সহযোগিতা করতে পারবে। কিন্তু তার আসার ৯৯ শতাংশ নির্ভর করছে তার উপরই।’ কাতালান বসের ভাষ্য ছিল এমন।
‘খেলোয়াড়রা যা চায় তার বিপরীতে যখন সিদ্ধান্ত নিতে হয়, তখন এটি কঠিন হতে শুরু করে। বিশেষ করে যখন বন্ধুদের কথা আসে, যেমন জেরার্ড পিকে। তাকে বলেছিলাম সরে যেতে হবে, তখন আমার চুপ থাকা কঠিন হয়ে পড়ে। জর্ডি আলবা রেগে গিয়েছিল, কিন্তু সে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধতা দেখিয়েছে। বুসকেটসের সঙ্গেও সহজ হয়েছে। তারা সঠিক সময়ে চলে যেতে পেরেছে।’
সপ্তাহ দুই আগে খবর এসেছিল, ৪০০ মিলিয়ন পাউন্ডে সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে চুক্তি সেরে ফেলেছে সৌদি ক্লাব আল হিলাল। যদিও সেদিনই মেসির বাবা জানিয়েছিলেন বিষয়টি মিথ্যা। আগে মেসির বাবা বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলবেন জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়ার পর।








