প্রায় ২১ বছরের সম্পর্ক ছেদ করে ২০২১ সালের আগস্টে অশ্রুসিক্ত নয়নে বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসি। পিএসজি ঘুরে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। ৩৭ বর্ষী আর্জেন্টাইন কিংবদন্তি জানিয়েছেন, কোনো একদিন ফিরবেন কাতালান ক্লাবটিতে।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভোকে এমন ইচ্ছের কথা জানান বিশ্বজয়ী মহাতারকা। জানিয়েছেন, ‘কুলার্স’ নামে খ্যাত ভক্তদের খুব মিস করছেন। বলেছেন, ‘আমি তাদের খুব মিস করি। আশা করি, আমরা দ্রুতই আবার একে অপরকে দেখতে পাবো এবং বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পেরে যে কারোই গর্ব বোধ করা উচিত।’
গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে বার্সেলোনা। ২০১৯ সালের পর থেকে কেবল একবার লা লিগা শিরোপা জিতেছে। মেসির আশা, বার্সা আবারও নিজের জায়গায় দ্রুত ফিরে যাবে। বলেছেন, ‘আশা করি ক্লাবটি সবসময় যেমন ছিল, দ্রুতই সেই রূপে ফিরে যাবে। অবশ্য প্রতিটি মৌসুমেই শিরোপা জন্য শেষ অবধি লড়াই করেছে।’
‘একজন বার্সা খেলোয়াড় হিসেবে আপনি কখনও দ্বিতীয় হওয়া বা না জিতে স্থির থাকতে পারবেন না। কারণ সদস্য এবং সমর্থকরা আপনার কাছ থেকে বেশি আশা করে। বিশ্বের সেরা ক্লাব হওয়ার জন্য বেশি অর্জন করতে হবে। আমি বার্সাকে লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে দেখতে চাই, যে বছরগুলোতে হাতছাড়া হয়ে যাবে, অন্তত শেষ পর্যন্ত লড়াই করুক।’
বার্সেলোনায় দুই দশকের পথচলায় অনেক কীর্তি গড়েছেন মেসি। ১০বার লা লিগা, ৪বার চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অনেক। প্রিয় মুহূর্ত হিসেবে বার্সেলোনার শিরাপা জয়ের মুহূর্তগুলোর কথা বলেছেন মহাতারকা।
‘সত্যি বলতে অনেক বিশেষ মুহূর্ত ছিল। আমার সবচেয়ে বেশি মনে পড়ে দলীয় শিরোপাগুলো যে আমরা জিতেছি। সেগুলো খুব বিশেষ মুহূর্ত ছিল এবং আমি খুব উপভোগ করেছি।’
কোচ হিসেবে পেপ গার্দিওলার কথা স্মরণ করেছেন মেসি, ‘অনেক বছর ধরে তিনি আমার কোচ ছিলেন এবং আমরা এমন অবিশ্বাস্য সব অর্জন করেছি যা আমরা কল্পনাও করিনি।’
সতীর্থদের প্রসঙ্গে সবার আগে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর কথা মনে করেছেন মেসি, ‘তিনি আমাকে যেভাবে গ্রহণ করেছিলেন, সাহায্য করেছিলেন এবং প্রথমদিকে দলে আমার মুহুর্তগুলোতেও সাহায্য করেছিলেন, তা অন্যরকম।’









