ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিএমকে স্টেডিয়ামে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। লিওনেল মেসির অটোগ্রাফ নেয়ার কারণে স্টেডিয়ামের এক পরিচ্ছন্নতা কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।
চাকরি হারানো সেই ব্যক্তির নাম ক্রিস্টিয়ান সালামাঙ্কা। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্থান পরিষ্কারের জন্য চুক্তিবদ্ধ একটি কোম্পানির হয়ে কলম্বিয়ার এ নাগরিক পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে হওয়া লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে লিগ কাপের শেষ ষোলোর টিকিট কাটে ইন্টার মিয়ামি। বিশ্বকাপ জয়ী মেসির পা থেকে আসে জোড়া গোল।
ম্যাচ শুরুর আগে ফুটবলাররা যখন বাস থেকে নেমে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন, তখন বাস পার্কিংয়ের কাছে থাকা একটি বাথরুম পরিষ্কার করছিলেন সালামাঙ্কা। মেসিকে বাস থেকে নামতে দেখার পর তিনি অটোগ্রাফ নিতে যান। মেসি তাকে অটোগ্রাফ দিলেও নিজের চাকরিটাই হারান।
আর্জেন্টিনার একটি সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ঘটনার বিবরণ দেন সালামাঙ্কা। বললেন, ‘যে স্থানে বাস পার্ক করে রাখা হয় সেখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়েছিল। সৌভাগ্যবশত, আমি সেখানে ছিলাম। যখন বাস এলো এবং সব খেলোয়াড় বেরিয়ে পড়ল। শেষে বের হলেন মেসি।’
তাকে চিৎকার করে বলল, আরে, বিশ্ব চ্যাম্পিয়ন! তিনি তাকালেন। আমি নিজের ইউনিফর্মের শার্টটি উপরে তুলেছিলাম। আমার কাছে আর্জেন্টিনা দলের জার্সি এবং একটি মার্কার ছিল। তিনি আমাকে অটোগ্রাফ দিয়েছেন।
নিরাপত্তা কর্মীরা দ্রুত এসে আমাকে বের করে দিয়েছিল এবং আমার চাকরি থেকে বরখাস্ত করেছিল। তবে এসব ঘটনার প্রতিটি সেকেন্ড মূল্যবান ছিল।
নিয়ম অনুযায়ী, পিএমকে স্টেডিয়ামে ক্লাব বা বাইরের সংস্থা দ্বারা নিযুক্ত যেই হোক না কেন প্রতিটি কর্মীকে অবশ্যই তাদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সেজন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেয়া কিংবা ছবি তোলা নিষিদ্ধ।
চাকরি হারানোর পরও কিংবদন্তি ফুটবলারের মেসির অটোগ্রাফ পাওয়ায় পরিচ্ছন্নতা কর্মী অবশ্য বেশ আনন্দিত ছিলেন বলে জানান।







