পেশির চোটে গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। চোট কাটিয়ে ইন্টার মিয়ামির হয়ে কিছুদিনের মধ্যে দলে ফিরলেও জাতীয় দল জার্সিতে মাঠে নামা হয়নি দীর্ঘদিন। ৭ মাসের আন্তর্জাতিক বিরতির পর অবশেষে সোমবার জাতীয় দলের অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মিয়ামির হয়ে দুর্দান্ত ফর্ম ও ছন্দকে সঙ্গী করে জাতীয় দলে যোগ দিলেন মেসি। আগের কিছুদিন অবশ্য কিছুটা বিবর্ণ ছিলেন ৩৭ বর্ষী মহাতারকা। তবে সবশেষ দুই ম্যাচে তাকে দেখা গেছে চেনারূপে।
মেজর লিগ সকারে গত বুধবার মন্ট্রিয়লের বিপক্ষে দুটি গোল করেন মেসি। পরে রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে ৫-১ গোলের জয়ে দুটি গোল করা ছাড়াও আরও দুই গোলে ছিল তার অবদান। পরপর দুই সপ্তাহে ‘প্লেয়ার অব দ্য উইক’ স্বীকৃতিও পান বিশ্বজয়ী।
মেসির আর্জেন্টিনা জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে। ৬ জুন চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাদানোসে খেলবে প্রথম ম্যাচ এবং খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সে হবে দ্বিতীয় ম্যাচ, শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা শেষ হবে মেসিদের। লাতিন আমেরিকা অঞ্চল থেকে আরও আগেই পরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৪ ম্যাচ শেষে ১০ জয় ও এক ড্র’তে লাতিনে শীর্ষে মেসির দল। দুইয়ে ইকুয়েডর ও তিনে উরুগুয়ে।









