মেজর লিগ সকারে (এমএলএস) আবারও মৌসুম সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট পেলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বার পুরস্কারটি জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন ৩৮ বর্ষী আর্জেন্টাইন কিংবদন্তি।
ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মেসি দলকে এমএলএস কাপ জিততে দারুণ ভূমিকা রেখেছেন এবার। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি মৌসুমের সেরা পারফর্মারও।
পুরস্কার হাতে আনন্দিত মেসি বলেছেন, ‘সবার আগে এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ। ব্যক্তিগত পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের, কিন্তু এটি আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাদের কারণেই গোল্ডেন বুটও জিততে পেরেছি। পরপর দুই বছর এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি খুবই কৃতজ্ঞ।’
আগের মৌসুমেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি। এমএলএস ইতিহাসে দুবার এমভিপি জয়ের রেকর্ড ছিল শুধু প্রেকির, ১৯৯৭ ও ২০০৩ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।









