লিওনেল মেসি মেজর লিগ সকারে ম্যাচ খেলেছেন সবে একটি, সেটিও মাত্র ৩০ মিনিট, গোলও করেছেন একটি। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়কের সেই গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডে’র তালিকায় জায়গা পেয়ে সেরাই নির্বাচিত হয়েছে।
ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর বেশকিছু ম্যাচ খেললেও অপেক্ষা ছিল মেজর লিগ সকারে মেসির অভিষেকের। শনিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে অভিষেক হয়েছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। ৩০ মিনিট খেলে করেছেন অসাধারণ এক গোল।
‘গোল অব দ্য ম্যাচ ডে’র মনোনয়ন পাওয়া গোলে শুরুতে মিডফিল্ডার সার্জিও বুসকেটস মাঝমাঠ থেকে লেফট উইঙ্গার জর্ডি আলবাকে বল বাড়ান। আলবা অনেকটা বাইসাইকেল কিকে বক্সের মধ্যে মেসির দিকে বাড়ান বল। মেসি তখন শুরুতে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাঁচজনের জটলার মধ্য থেকে বল ডিয়েগো গোমেজের দিকে ক্রস করেন সামান্য ফাঁক তৈরি করে। ফিরতি বল ঠেলে গোলমুখে দেন গোমেজ। মেসির সামনে তখন প্রতিপক্ষের গোলরক্ষকও ছিলেন না। লিগে তার প্রথম গোলটি জালে জড়িয়ে পূর্ণতা দেন।
মেজর লিগ সকার কর্তৃপক্ষ ‘ম্যাচ ডে’র সেরা গোল বাছাইয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের ব্যবস্থা করে। সেখানে মনোনীত অন্য তিনটি গোলের সাথে স্থান পায় মেসির অভিষেক গোলও। সেরাও নির্বাচিত হয়েছে মেসির গোলটাই।







