দুবাইয়ে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যের জন্য সৃষ্ট হুমকি মোকাবিলায় করণীয় ঠিক করতে সম্মেলনে গুরুত্বারোপ করা হচ্ছে। সম্মেলনে যুক্ত হয়েছেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, দিয়েছেন ভিডিওবার্তা।
বিশ্ব জলবায়ু সম্মেলনে ২০২৩ (কপ-২৮) দলের সাথে সুর মিলিয়ে ব্যালন ডি’অর হাতে নিয়ে ভিডিওবার্তায় মেসি বলেছেন, ‘আমার হাতে কি আছে, এটা খুবই মূল্যবান একটি জিনিস। এটা খাঁটি সোনা। এটা শুধুমাত্র একটাই আছে। আমাদের প্রচেষ্টা এবং অনুভূতির মাধ্যমে আমরা এর যত্ন নিতে পারি। জয়েন দ্য প্লানেট আন্দোলনের সাথে যোগ দিন, একসাথে আমরা পৃথিবীকে বদলে দিতে পারবো।’
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত করি’ এই বার্তা নিয়ে কপ-২৮ পৃথিবীর মানুষদের এক করার চেষ্টা করছে, যেখানে পুরোপুরি যোগ দিলেন ৩৬ বর্ষী মেসি। প্রতিকূল পরিবেশ থেকে জিতে আসার অনন্য নজির রয়েছে মেসির ক্যারিয়ারে এবং এ আন্দোলনে সাধারণ মানুষকে নিয়ে জয়ী হবেন মেসি, এমন আশা করা হচ্ছে।
বিশ্বজয়ী মেসি সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে তার দল।








