ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সকল শিরোপা অনেক আগেই জিতেছেন লিওনেল মেসি। জাতীয় দল জার্সিতে শিরোপা খরা ছিল। আর্জেন্টাইন মহাতারকা সেই আক্ষেপও ঘুচিয়েছেন ২০২১ সালে কোপা আমেরিকা ও পরের বছর মরুর বুকে বিশ্বকাপের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে। এবার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতে ট্রফির ভাণ্ডারে সমৃদ্ধি বাড়ালেন। আটবারের ব্যালন ডি’অর জয়ী ৩৭ বর্ষী ইতিহাসের এখন সর্বোচ্চ ট্রফির মালিক।
দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ড গড়েছেন মেসি। একসময়ের সতীর্থ দানি আলভেজকে ছাড়িয়ে গেছেন। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিকও এখন তিনি। আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে ৪৫টি শিরোপা জিতেছেন কিংবদন্তি মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি সংখ্যা ৩৫।
আর্জেন্টিনার হয়ে সবার প্রথমে মেসি জিতেছেন ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। তারপর ২০০৮ সালের অলিম্পিকে স্বর্ণ ওঠে গলায়। সবচেয়ে বড় তিন সাফল্য এসেছে ২০২১ সাল থেকে। ২০২১ ও ২০২৪ সালে জিতলেন টানা দুটি কোপা আমেরিকা, ২০২২ সালে জিতেছেন লা ফিনালিস্সিমা ট্রফি। ২০২২ সালে ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন বিশ্বকাপ জিতেছেন।
মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা ডেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। জিতেছেন ৩টি ক্লাব বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও।
বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলে শুরুতে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। ক্লাবটির হয়ে ২টি লিগ ওয়ান শিরোপা ও একটি লিগ কাপ জিতেছেন। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার।









