২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। গতকাল অ্যাঙ্গোলার মাঠে বছরের শেষ ম্যাচ খেলতে নেমেছিল তার দল আর্জেন্টিনা। গায়ে ছিল বিশ্বকাপের নতুন জার্সি। লুয়ান্ডায় সেই ম্যাচে ২-০তে স্বাগতিকদের হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
নতুন জার্সিতে মেসি প্রথম গোলটি করিয়ে দিয়েছেন। লৌতারো মার্টিনেজ বিরতির আগে দলকে এগিয়ে দেন। তারপর ৮২ মিনিটে তারই অ্যাসিস্টে আটবারের ব্যালন ডি’অর জয়ী দ্বিতীয় গোল করেন। চার মিনিট পর মাঠ থেকে উঠে যান মেসি।
প্রীতি ম্যাচে নতুন জার্সিতে খেলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন মেসি। যার শিরোনামে তিনি লিখেছেন, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করে যেতে পেরে আমি গর্বিত। আমার দেশের জন্য নীল ও সাদা জার্সিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা গর্বের ব্যাপার।’









