লিগ কাপে এফসি ডালাসের বিপক্ষে পিছিয়ে থেকে শেষদিকে লিওনেল মেসির অসাধারণ ফ্রি-কিকে সমতায় ফেরে ইন্টার মিয়ামি। বিশ্বজয়ীর জোড়া গোলের ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ ব্যবধানে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে মিয়ামি। নির্ধারিত সময়ের খেলা ছিল ৪-৪ সমতায়।
টেক্সাসের দ্য টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথমবার একসঙ্গে মাঠে নামেন সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও মেসি। দলটির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতে পারে তা আগেই বলেছিলেন মিয়ামি কোচ টাটা মার্টিনো। ৮ গোলের দুর্দান্ত এক ম্যাচের সাক্ষী হয় দর্শক।
ষষ্ঠ মিনিটে সাবেক বার্সা সতীর্থ আলবার পাসে বক্সের বাইরে থেকে জাল কাঁপান মেসি। ৩৭ মিনিটে ডালাসের হয়ে গোল করে সমতা ফেরান আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন। তার আট মিনিটের মাথায় আরও একটি গোল করেন তানজানিয়ার বার্নার্ড কামুনগো। ২-১ গোলে পিছিয়ে পড়ে মেসির মিয়ামি।
বিরতির পর আবারও জালের দেখা পেয়ে যায় ডালাস। ফ্রি-কিক থেকে আসা বল জালে জড়ান ২১ বর্ষী আর্জেন্টাইন উইঙ্গার অ্যালান ভ্যালেসকো। ৩-১ গোলে পিছিয়ে পড়ে লিগ কাপ থেকে বিদায়ের শঙ্কায় পড়ে মেসির দল।
পরে বেঞ্জামিন ক্রেমাশ্চির গোলে ব্যবধান কমায় সফরকারী মিয়ামি। ৬৫ মিনিটে গোল করেন তিনি। ৬৮ মিনিটে মিয়ামির রবার্ট টেইলর নিজেদের জালেই বল জড়ালে আরও এগিয়ে যায় ডালাস। ৪-২ গোলের লিড নিয়ে জয়ের স্বপ্ন বুনতে থাকে।
নাটক তখনও বাকি ছিল অনেক। ৮০ মিনিটে নিজেদের জালে বল জড়ায় ডালাস, ৪-৩ ব্যবধান হলে জয়ের আশা জাগে মেসি-আলবাদের।
সেই আশাকে পূর্ণতা দেন মেসি। ৮৫ মিনিটে চোখ ধাঁধানো ফ্রি-কিকে ৪-৪ সমতা আনেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। শেষপর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকে। প্রথম শটটি নেন মেসি। সফল হন। শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী।







