ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকার আবশ্যকতা নেই। সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনে টিকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বলে জানা গেছে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সৌদি সরকারের সিভিল এভিয়েশন অথরিটি গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সৌদি আরবে চলাচলকারী বিভিন্ন দেশের বিমান কর্তৃপক্ষকে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে এক পত্রের মাধ্যমে নিশ্চিত করেছে।
এতে করে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকার যে বাধ্যকতা ছিল তা অকার্যকর হয়ে যাবে।
এর আগে, গত বছরের মার্চ মাসে সমস্ত হজ এবং ওমরাহ তীর্থযাত্রীদের জন্য তাদের ভ্রমণের আগে টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।









