সিনেমায় পুরুষের চেয়ে নারীর কথা কম থাকে, এক গবেষণায় এমনটাই জানা গেছে। সান দিয়েগো স্টেট’স সেন্টার ফর দ্য স্টাডি অব ওমেন ইন টেলিভিশন অ্যান্ড ফিল্মের এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।
‘ওমেন টকিং’ ব্যতিক্রম, তবে বেশিরভাগ সিনেমাতেই এখনও পুরুষ চরিত্রের সংলাপই বেশি থাকে। ২০২২ সালের সবচেয়ে বেশি ব্যবসা করা ১০০ হলিউড ছবির তথ্য সংগ্রহ করে দেখা গেছে, পুরুষ চরিত্রের সংলাপ গড়ে ৬৩ শতাংশ এবং নারী চরিত্রের সংলাপ গড়ে ৩৭ শতাংশ।
সান দিয়েগো স্টেট’স সেন্টারের গবেষণাটি প্রকাশ করা হয়েছে ‘ইটস ম্যান’স ওয়ার্ল্ড’-এ। প্রায় দুই দশকের বেশি সময় ধরে করা এই গবেষণাটি ১২০০ সিনেমার ২৭ হাজার চরিত্র নিয়ে করা হয়েছে।
গবেষণায় উঠে এসেছে ২০২২ সালে এক তৃতীয়াংশ চলচ্চিত্রে (৩৩ শতাংশ) মূল চরিত্রে দেখা গেছে নারীদের। গত পাঁচ বছরের তথ্যের সাথে এই হার সামঞ্জস্যপূর্ণ। ২০০২ সালে মূল চরিত্রে নারীর অংশগ্রহণের হার ছিল মাত্র ১৬ শতাংশ।
আরও একটি তথ্য উঠে এসেছে গবেষণায়, আর তা হলো ভৌতিক ছবিগুলোতে পুরুষের তুলনায় নারীকে বেশি ভীতিকর চরিত্রে দেখা গেছে। ৪৩ শতাংশ ভৌতিক চরিত্রে নারীকে দেখা গেছে, পুরুষকে দেখা গেছে মাত্র ৪ শতাংশ ভৌতিক চরিত্রে।
২০২২ সালের টপ ১০০ ছবির কোনটির মূল চরিত্রে কোনো ট্রান্সজেন্ডার কিংবা নন বাইনারি শিল্পীকে নেয়া হয়নি। এমনকি গুরুত্বপূর্ণ কোনো চরিত্রেও নয়।
সূত্র: হলিউড রিপোর্টার







