কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার (১৪ জুলাই) দুপুরের পর রাষ্ট্রপতি প্রেসসচিব আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে বেলা ১২টার দিকে কোটা সংস্কার করে সংসদে আইন পাসের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্দেশে গণযাত্রা শুরু করে।
স্মারকলিপি দেয়ার পর শিক্ষার্থীরা জানান, রাষ্ট্রপতির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ আসে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল এক পুলিশ কর্মকর্তার করা শাহবাগ থানার মামলাটিও ২৪ ঘণ্টারর মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
এর আগে শনিবার ১৩ জুলাই সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই গণযাত্রায় যুক্ত হতে শুরু করেছে বিভিন্নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই গণযাত্রায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সাত কলেজসহ রাজধানীর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।









