চ্যানেল আইয়ের জন্য পরিচালক ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন থ্রিলার ধর্মী নাটক ‘পুনর্জন্ম’। নাটকটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিলো। পরে পরিচালক নির্মাণ করেন এই নাটকের দ্বিতীয় কিস্তি ‘পুনর্জন্ম ২’, সেটিও দর্শক মহলে দারুণভাবে সাড়া ফেলে। তারই ফলশ্রুতিতে নির্মাতা শিগগির নিয়ে আসবেন এই নাটকেরই তৃতীয় কিস্তি ‘পুনর্জন্ম ৩’।

টাকার লোভে চকচক করছে মেহজাবীনের চোখ!

ঢাকার কোনো এক বস্তি থেকে পুলিশের হাতে বন্দি মেহজাবীন!

নিজের উপর অত্যাচারের বর্ণনা দিচ্ছেন মেহজাবীন!

জেলখানার কয়েদী মেহজাবীন!

দুশ্চিন্তামুক্ত হবার পর নির্ভার মেহজাবীন!

নিজের চেহারার মতই অন্য কাউকে দেখে বিষ্মিত মেহজাবীন!

মনোযোগী শ্রোতা মেহজাবীন

আতঙ্কিত মেহজাবীন।

নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক মেহজাবীন

নিজের চোখের সামনে ভৌতিক কাণ্ড দেখে ভীত মেহজাবীন।

স্বামীর ভালোবাসায় সিক্ত মেহজাবীন।








