বিজয় দিবসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখার পর বল হাতেও অপ্রতিরোধ্য ছিলেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ম্যাচসেরা হয়ে বলেছেন, উইকেটে উপভোগ করেছেন তিনি।
প্রথম দিকে চাপে থাকা বাংলাদেশের ষষ্ঠ উইকেটে ৪৯ রানের জুটি গড়েন মেহেদী ও শামিম হোসেন। ব্যাটে ২৬ রান করার পর বল হাতে ১৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটে বলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিয়েছে।
ম্যাচ শেষে পুরস্কার হাতে শেখ মেহেদী বলেন, ‘আমরা সোজাসুজি বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই প্রক্রিয়ায় লেগে থাকতে চাই। আমি এই উইকেটটি উপভোগ করেছি। আগে গ্লোবাল সুপার লিগে খেলেছি এবং সেটা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’
‘ব্যাট হাতে শামীমের কাছ থেকে খুব ভালো ইনিংস পেয়েছি আমরা। এটা আমাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত ছিল। আমি শামীমের সাথে একটি জুটির জন্য ভালোভাবে চেষ্টা করেছি।’
কিংসটনের আর্নেস ভ্যালে গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। তানজিদ তামিম ও লিটন দাসের দ্রুত বিদায়ের পর জাকের আলীর সাথে একটি জুটি হয় সৌম্য সরকারের। পরে শামিমের সাথে মেহেদী জুটিতে ১৪৭ রান তোলে সফরকারীরা। জবাব দিতে নেমে ৭ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।








