জাতীয় ক্রিকেট লিগে খুলনা ডিভিশন ও ঢাকা মেট্রোপোলিসের ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহ তুলেছিল খুলনা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলোঅনে পড়া ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে মার্শাল আইয়ুবের সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। তৃতীয় দিন শেষে দলটির লিড দাঁড়িয়েছিল ১৩১ রান। তবে শেষ রক্ষা হয়নি, ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছেন খুলনা ডিভিশন।
প্রথম ইনিংসে ৬২ রানে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৮৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ম্যাচজয়ী ইনিংস খেলেছেন ইমরুল কায়েস ও এনামুল হক। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেছেন এনামুল। কায়েসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৮৩ রানের ইনিংস।
প্রথম ইনিংসে খুলনা ডিভিশন ৩৭৬ রান করার পর ঢাকা মেট্রোপোলিস ২১০ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। সেখান থেকে মার্শাল আইয়ুবের ১৫২ রানের ইনিংসের পর ৩৭২ রান করলে খুলনার জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৭ রান। এক উইকেট হারিয়ে খুলনা সেই লক্ষ্য সহজে টপকে যায়। দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছেন শেখ মেহেদী।
তৃতীয় দিন শেষে ফলোঅনে পড়া ঢাকা মেট্রো ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলার পর ৩৭২ রানে অলআউট হয়। সেঞ্চুরিতে ১৫২ রানের ইনিংস খেলেন মার্শাল আইয়ুব। তার সঙ্গী থাকা আমিনুল ইসলাম ৭৩ রান করে আউট হন।
খুলনা ডিভিশন প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছিল। দুই সেঞ্চুরিয়ান এনামুল হক ও অমিত মজুমদার ১২৫ ও ১৪৫ রানের পর সর্বোচ্চ ৪৬ রান আসে ইমরুল কায়েসের থেকে। ঢাকা মেট্রোর ফাহিম হাসান নেন ৪ উইকেট, শহিদুল ইসলাম নিয়েছেন ৩টি উইকেট।









