টিভি ও ওটিটির মাধ্যমের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম ছবি ‘মালতী’র ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলার দেখে দর্শকরা মেহজাবীনের লুক ও সংলাপের প্রশংসা করেছেন।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আইয়ের প্ল্যাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হওয়ার পর এই অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেন। দর্শকরাই মেহজাবীনকে বড়পর্দায় দেখায় অপেক্ষায় ছিলেন। ১৫ বছর সেই অপেক্ষা ফুরাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এদিন মেহজাবীনের প্রথম ছবি মালতী দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, একটি অগ্নিদুর্ঘটনায় স্বামীকে হারানোর পরে তার লাশ খুঁজে পাওয়া যায় না। মেলে না সরকারি সহযোগিতা। এই নিয়ে জীবন ও জীবিকার সংগ্রামে নামতে হয় মালতীকে। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পর্দায় তুলে এনেছেন শঙ্খদাস গুপ্ত। অসংখ্য বিজ্ঞাপন নির্মাণের পর এটি হতে যাচ্ছে নির্মাতার ক্যারিয়ারেও প্রথম সিনেমা।
ট্রেলার দেখে টিজে আকাশ নামে একজন লিখেছেন, মেহজাবীন সিনেমাতে এসেও বাজিমাত করবেন। মৌসুমি পাল লিখেছেন, ট্রেলার দেখে মনে হয়েছে সংগ্রামী জীবনের দৃষ্টান্ত স্থাপন্ত করবে এই গল্প। জীবন রহমান লিখেছেন, সংগ্রামী নারীর জীবনের গল্পে চমৎকার ট্রেলার। মেহজাবীনকে অনেক শুভেচ্ছা। আশা রাখছি তিনি সিনেমাতেও তার সুনাম ধরে রাখবেন।
ফারহানা বীথি লিখেছেন, হয়তো এই গল্প সমাজের অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখাবে। ‘প্রিয় মালতী’ দেখার অপেক্ষায় আছি। ট্রেলার ও মেহজাবীনে মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন শত শত মন্তব্য চোখে পড়েছে।
এদিকে, ট্রেলারে মুগ্ধ হয়ে অনেকে ‘প্রিয় মালতী’র গান দেখতে চেয়েছেন। পাশাপাশি ট্রেলার দেখে অনেকে মেহজাবীনের লুক ও সংলাপের প্রশংসা করে বলছেন, ইদানীং সত্য ঘটনার বেশীরভাগ কাজই মুগ্ধ করেছে। মেহজাবীনের প্রথম সিনেমা হিসেবে এই কাজটি ভালো হবে আশা করা যায়।
‘প্রিয় মালতী’-তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এতে তাকে দেখা যাবে নিম্ন- মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। ছবিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুর মতো তারকারা।









