চলচ্চিত্রে পা রেখেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন লাক্সসুপারস্টার খ্যাত ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের প্রথম ছবি ‘সাবা’ দিয়ে টরন্টো, বুসানের মতো আন্তর্জাতিক সিনেমা উৎসবে ছাপ রেখেছেন। দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ নিয়েও ছুটছেন এদিক সেদিক!
৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে বসেছে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৪র্থ আসর, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’। এরইমধ্যে জেদ্দায় উপস্থিত হয়েছেন মেহজাবীন!
রবিবার (৮ ডিসেম্বর) ছিলো উৎসবে ‘সাবা’র প্রথম প্রদর্শনী। এদিন লাল শাড়ি পরে উৎসবস্থলে হাজির হয়েছিলেন তিনি! প্রদর্শনীর আগে উৎসবে দেখা বলিউড তারকা রণবীরের সাথে! তিনি এদিন উৎসবে ভারতীয় সিনেমা নিয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন!
রণবীরের সাথে দেখা হওয়ার মুহূর্ত যত্নে ধরে রেখেছেন মেহজাবীন! এদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরের সাথে একটি সেলফি পোস্ট করেন তিনি। যে সেলফিটি রণবীর নিজেই ক্লিক করেছেন!
শুধু রণবীর নয়, হলিউডর একাধিক তারকা শিল্পীদের সাথেও মুহূর্ত ভাগ করতে দেখা গেছে মেহজাবীনকে! এরআগে জনপ্রিয় হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরো অনেকের সঙ্গে স্থিরচিত্রে দেখা গেছে মেহজাবীনকে।
রবিবার ছাড়াও এই উৎসবে সোমবার (৯ ডিসেম্বর) ও শনিবার (১৪ ডিসেম্বর) ‘সাবা’ ছবিটি দেখতে পারবেন দর্শক। উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে টিকেট পাওয়া যাচ্ছে।









