দেশের আলোচিত মডেল মেঘনা আলম আবারও আলোচনায়! রবিবার (৩১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তার বিরুদ্ধে চরিত্রহীন বা লম্পট প্রমাণের অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।
পোস্টে মেঘনা আলম জানান, আদালতে কোরআন হাতে শপথ নিয়ে তিনি ঘোষণা করেছেন যে, জীবনে কখনো কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি। এমনকি তার ঘনিষ্ঠ পরিচিত ঈসার সঙ্গেও নয়। তিনি দাবি করেন, “আজ পর্যন্ত আমি কুমারী।”
তিনি লেখেন, “আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিল ঈসা, আরেকটি যেটি সৌদি বাদশাহ কর্তৃক মুদ্রিত ও সৌদি দূতাবাসের সরকারি অনুষ্ঠানে বিতরণকৃত। আমি আল-কোরআনের উপর হাত রেখে ঘোষণা করেছি, আমার জীবনে আমি কখনো কারো সাথে যৌন সম্পর্ক করিনি।”

পোস্টে মেঘনা আরও উল্লেখ করেন, সমাজে বাহ্যিক পোশাক-পরিচ্ছদ দেখে নারীকে বিচার করা হয়, অথচ পুরুষরা সবসময় প্রশ্নের বাইরে থাকে।
তার ভাষায়, “ইতিহাসে বারবার নারীকেই অগ্নিপরীক্ষা দিতে হয়, অথচ পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতি-প্রাপ্ত।”
এ সময় তিনি অভিযোগ করেন, একজন ক্ষমতাধর ব্যক্তির বিয়ে ভেঙে দেওয়ার কারণে তাকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন মেঘনা আলম। চলতি বছরের এপ্রিলে তিনি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। পরে জামিনে মুক্তি পান।









