রাষ্ট্রপতির পদত্যাগের দাবি যখন জোরদার হয়েছে, ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাদের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।
এমন একটি সময়ে তারা বৈঠক করলেন যখন রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।
এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে আজ বিকেল থেকেই বঙ্গভবনের সামনে অবস্থান নেয় কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের মধ্যে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই’২৪, ৩৬ জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চের নেতাকর্মীরা আছেন।









