একসময়ে টুথব্রাশ বানাতেন, তার পর সিনেমার জগতে! আর এখন বলিউডের রাজত্ব করা শাহরুখ, করণ জোহর, আদিত্য চোপড়ার চেয়েও ধনী তিনি। বলা হচ্ছে বলিউড প্রযোজক রনি স্ক্রুওয়ালার কথা। ‘রং দে বসন্তী’, ‘স্বদেশ’, ‘হায়দর’, ‘বরফি’-র মতো ছবির পরিবেশনার দায়িত্বে ছিল রনির সংস্থা। একবিংশ শতাব্দীর প্রভাবশালী ব্যক্তিদের একজন তিনি।
ফোর্বসের সূত্রে বলিউডের সবচেয়ে ধনী এই ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১.৫৫ বিলিয়ন ডলারের বেশি, ভারতীয় মুদ্রায় যা ১৩ হাজার কোটি রুপির বেশি। বলিউডের একমাত্র বিলিয়নিয়ার তিনি। এরপরেই এই তালিকায় আছে টি সিরিজের ভূষণ কুমারের নাম, যার সম্পদ ১.২ বিলিয়ন ডলার।
রনি স্ক্রুওয়ালা ও ভূষণ কুমারের পরেই আছেন আদিত্য চোপড়া ও শাহরুখ খান। তাদের দুজনের সম্পদের পরিমাণই ৮৫০ মিলিয়ন ডলার। তাদের পরে আছেন জুহি চাওলা, যার সম্পদের পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার।
কেবল টেলিভিশনের জনক বলা যায় রনিকে। ১৯৮১ সালে একজন সাধারণ কেবল অপারেটর হিসাবে কাজ শুরু করেছিলেন রনি। তবে, তারও আগে ১৯৮০ সালে তিনি ‘লেজার ব্রাশেস’ নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। অল্প দিনের মধ্যেই এটি ভারতের সবচেয়ে বড় দাঁতের ব্রাশ প্রস্ততকারক প্রতিষ্ঠান হয়ে ওঠে।
পরের বছর তিনি ‘নেটওয়ার্ক’ একটি কেবল পরিষেবা প্রতিষ্ঠান তৈরি করেন। মুম্বাই-এর বহুতলের বেসমেন্টে ভিডিও মেশিন বসানোর কাজ করত তার সংস্থা। নব্বইয়ের দশকে দূরদর্শন প্রযোজনা সংস্থা হিসাবে রনি ইউটিভি প্রতিষ্ঠা করেছিলেন, তখন তার সম্বল ছিল ৩৭,৫০০ রুপি।
আস্তে আস্তে প্রতিষ্ঠানের প্রচার-প্রসার হয়। তৈরি হয় ছবি প্রযোজনা এবং পরিবেশনা সংস্থা ‘ইউটিভি মোশন পিকচার্স’। অনেক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির পরিবেশক এই সংস্থা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









