সাত পাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন অভিনেত্রী মীরা চোপড়া। পাত্র ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়াল। জমকালো এই বিয়ের আসর বসেছে ১২ মার্চ, ভারতের জয়পুরে।
বহুদিন ধরেই রক্ষিতের সঙ্গে সম্পর্ক মীরার। মঙ্গলবার তা পরিণতি পেল। বোনের বিয়েতে হাজির হতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি আরেক বোন পরিণীতি চোপড়াকেও দেখা যায়নি বিয়েতে।
পেশাগত কারণে প্রিয়াঙ্কা বিয়েতে থাকতে পারেননি। তিনি বর্তমানে হলিউডের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তবে প্রিয়াঙ্কা না থাকতে পারলেও তার মা মধু চোপড়া গিয়েছেন বিয়েতে।
বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। বরের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। মীরা তার বলিউডের কিছু বন্ধুকে এই বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। বেশ কিছু পরিচালক এবং প্রযোজকও ছিলেন এই তালিকায়।
বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মীরা। লিখেছেন, ‘চিরকালের সুখ, মারামারি, হাসি, কান্না এবং অজস্র স্মৃতি। সব জন্মেই তোমাকে চাই’।
মীরা পেশায় একজন মডেল এবং অভিনেত্রী। হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







