ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের এককে প্রথম রাউন্ডে ঘটেছে বড়সড় অঘটন। র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভ ১৭২তম স্থানে থাকা থিয়াগো সেবোথ ওয়াইল্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন।
রোলাঁ গারোঁতে প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ গেমে হারেন মেদভেদেভ। দ্বিতীয় সেটে ব্রাজিলিয়ান ওয়াইল্ডকে টাইব্রেকারে একই ব্যবধানে হারিয়ে ম্যাচে ফেরেন।
তৃতীয় সেটে মেদভেদেভকে রীতিমতো চমকে দেন ওয়াইল্ড। ২৩ বর্ষী নবীন ৬-২ গেমে সেট জিতে নেন। চতুর্থ সেট ৬-৩ গেমে জিতে অভিজ্ঞ মেদভেদেভ আবারও ম্যাচে ফেরেন। শেষ সেটে গিয়ে আর পারেননি ২৭ বর্ষী রাশিয়ান, ৬-৪ গেমে হেরে নেন বিদায়।
মেদভেদেভকে হারানোর উচ্ছ্বাসে ফেটে পড়া ওয়াইল্ড বলেছেন, ‘এটা অবশ্যই আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। জানতাম এটা একটা কঠিন ম্যাচ হতে চলেছে। কিন্তু জানতাম কীভাবে খেলতে হবে। তার খেলা এক হাজারবার দেখেছি। আমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হয়েছিল।’








