র্যাগিংয়ের শিকার হয়ে ভারতের গুজরাট মেডিকেল কলেজের একজন ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই কলেজের ১৫ জন সিনিয়রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুজরাটের পাটানে জিএমইআরএস মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিহত ১৮ বছর বয়সী অনিল মেথানিয়াকে তিন ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যা তার মৃত্যুর কারণ হতে পারে।
পরিবারের অভিযোগ, কলেজ হোস্টেলে তৃতীয় বর্ষের ছাত্ররা তাকে এবং আরও কয়েকজন নবাগতকে ইন্ট্রোডাকশন নামে পরিচিত কার্যক্রমে অংশ নিতে বাধ্য করেছিল। এটি আসলে র্যাগিং ছিল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনিল অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি মারা যান।
অনিলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই তাকে হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে কলেজের ডিন হার্দিক শাহ বলেন, আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নিয়েছি এবং পুলিশ ও পরিবারকে জানিয়েছি। আমরা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং এর রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে সিনিয়র পুলিশ কর্মকর্তা কেকে পাণ্ডিয়া জানান, ইতিমধ্যে ১৫ জন তৃতীয় বর্ষের ছাত্রের নাম এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছে।









