চোটে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি। তাকে ছাড়া লিগস কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে মেক্সিকান জায়ান্ট পুমাস উনামের বিপক্ষে বৃহস্পতিবার ভোরে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয় তুলেছে ইন্টার মিয়ামি। মেসির স্বদেশী রদ্রিগো ডি পল যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর করেছেন প্রথম গোল। ইন্টার মিয়ামি নিশ্চিত করেছে কাপের শেষ আটের টিকিট।
কাপের লড়াইয়ে নেকাক্সার বিপক্ষে গত ম্যাচে মেসি চোটে পড়ায় তাকে ছাড়াই পুমাসের বিপক্ষে নামতে হয় মিয়ামিকে। মেসির অনুপস্থিতি আঁচ করা যায় ম্যাচের শুরুর দিকেই। ৩৪ মিনিটে মিয়ামির জালে বল জড়ান পুমাসের লেফট উইঙ্গার হোর্হে রুভালকাভা।
প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ৪৫ মিনিটে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান ডি পল। মিয়ামির গোলের খাতায় নাম লেখান প্রথমবার, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী ডি পল কদিন আগেই ক্লাবটিতে নাম লিখিয়েছেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা থেকে এগিয়ে যেতে পারত মিয়ামি। অফসাইডে পুমাসের জালে বল জড়ান উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। পরে ৫৮ মিনিটে পেনাল্টিতে গোল করেন সুয়ারেজই। ৬৯ মিনিটে ম্যাচে ব্যবধান বাড়াতে সাহায্য করেন সুয়ারেজ, তাদেও আলেন্ডেকে দিয়ে গোল করিয়ে।
যুক্ররাষ্ট্রে আসার পর ইন্টার মিয়ামির হয়ে তিন ম্যাচ খেলেছেন ৩১ বর্ষী মিডফিল্ডার পল। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল।









