পরিবেশবাদী আন্দোলনকারীদের সংগঠন ‘জাস্ট স্টপ অয়েল’ অ্যাশেজসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টকে লক্ষ্য বানিয়ে কর্মকাণ্ড চালাচ্ছে। সেজন্য মাঠের খেলায় যেন বাধা না আসে, তার কড়া সতর্কতা জারি রয়েছে। এরমাঝেই ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামকেই মাঠে ঢুকতে বাধা দিয়েছে নিরাপত্তারক্ষী।
হেডিংলিতে চলছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। সঠিক পাস না থাকার জন্য স্টেডিয়ামে প্রবেশ করার সময় ম্যাককালামকে বাধা দেয়া হয়। টেস্টের প্রথমদিনের খেলা শুরুর আগে ঘটে এমন কাণ্ড।
খবর, ম্যাককালামকে চিনতে না পারায় ঢুকতে দেয়া হচ্ছিল না। একপর্যায়ে সাবেক কিউই ক্রিকেটার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তর্কে জড়ান। ধৈর্যও হারিয়ে বসেন। নিরাপত্তাকর্মীদের পাশ কাটিয়ে মাঠে প্রবেশ করেন। এসময় বলেন, ‘তোমাকে এ ঘটনার জন্য মূল্য দিতে হবে।’
এর আগে লর্ডস টেস্টে মাঠে ঢুকে খেলায় বাগড়া দিয়েছিল ‘জাস্ট স্টপ অয়েল’ সংগঠনের দুই কর্মী। হাতে কমলা রঙের পাউডার নিয়ে ঢোকা সেই দুজনের কারণে ছয় মিনিটের জন্য ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ বন্ধ ছিল।
আন্দোলনকারীরা রাগবি ইউনিয়ন প্রিমিয়ারশিপ ফাইনাল এবং ওয়ার্ল্ড স্নোকার চ্যাম্পিয়নশিপের খেলাতেও বাধা দিয়েছিল। গত বুধবার উইম্বলডনের ম্যাচে টেনিস কোর্টে হঠাৎ ঢুকে পড়েছিল দুই আন্দোলনকারী। তারা কমলা রংয়ের কাগজের টুকরো ঘাসের কোর্টে ছড়িয়ে দিয়েছে।
হেডিংলি টেস্টে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হয়। স্বাগতিক ইংল্যান্ড ২৩৭ রানে গুটিয়ে গেলে অজিরা ২৬ রানের লিড পায়। ৪ উইকেটে ১১৬ রান নিয়ে অজিরা দ্বিতীয় দিন শেষ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয়নি।








