অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটের লড়াইয়ে লস ব্লাঙ্কোসদের সামনে আর্সেনাল। প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মাদ্রিদের দুই তারকা কাইলিয়ান এমবাপে ও ভিনিসিয়াস জুনিয়র। অশালীন আচরণের অভিযোগে উয়েফা তদন্ত শুরু করার পর রিয়ালের চার খেলোয়াড়ের মধ্যে নাম রয়েছে তাদের।
গত ১২ মার্চ শেষ ষোলোর লড়াইয়ে অ্যাটলেটিকো ম্যাচে অশালীন আচরণের অভিযোগ তাদের বিরুদ্ধে। এমবাপে ও ভিনিসিয়াসের পাশাপাশি অভিযুক্তের তালিকায় আছেন অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবালসো। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে উয়েফা একজন আইন ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করেছে।
মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো ম্যাচ শেষে চার ফুটবলারের উদযাপন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে কোমর ধরে উদযাপন করেছেন তারা। তাদের উদযাপনের ধরণ পর্যবেক্ষণ করছে উয়েফা।
অভিযোগ প্রমাণিত হলে এবং দোষী সাব্যস্ত হলে নিষেধাজ্ঞা এবং জরিমানার মুখোমুখি হতে পারেন এই চারজন। নিষিদ্ধ হলে আগামী ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে খেলতে না পারার শঙ্কা রয়েছেন এমবাপে-ভিনিসিয়াসদের। অবশ্য রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড়কে কী শাস্তি দেওয়া হতে পারে তা স্পষ্ট নয়, এমনকি আর্সেনালের বিপক্ষে খেলার আগে তদন্তের নিষ্পত্তি হবে কিনা তাও নিশ্চিত নয়।
একই অপরাধে গতবছর জুড বেলিংহামকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল এবং কোমর ধরে থাকার অঙ্গভঙ্গিতে এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-১ গোলে জয়ের পর সমতাসূচক গোল করার পর এই মিডফিল্ডার কোমর ধরে উদযাপন করেছিলেন।
২০১৯ সালে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে একই রকম উদযাপনের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদের বস দিয়েগো সিমিওনেকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল।









