নানা নাটকীয়তার পর চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কাইলিয়ান এমবাপে। তবে স্বপ্নের ক্লাব রিয়ালের যোগ দেয়ার পরে অবশ্য খুব বেশি ছন্দে নেই ফরাসি তারকা। স্প্যানিশ জায়ান্টদের হয়ে এমবাপে আলো ছড়াবেন বলে মনে করছেন সাবেক রিয়াল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। কিংবদন্তির বিশ্বাস ব্যালন ডি’অর উঠবে এমবাপের হাতে।
নিজের ইউটিউব চ্যানেলে সাবেক সতীর্থ ও ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের সঙ্গে আলোচনায় এই কথা বলেন রোনালদো।
৩৯ বর্ষী পর্তুগিজ বলেছেন, ‘আমি মনে করি, এমবাপে ভালো করবে। এই ক্লাবের কাঠামো চমৎকার। তাদের একজন দুর্দান্ত কোচ ও প্রেসিডেন্ট আছেন, যিনি বহু বছর ধরে আছেন। আমি মনে করি এমবাপে প্রতিভার কারণে সফল হতে তেমন সমস্যা হবে না। এমবাপ্পে হতে পারে পরবর্তী গোল্ডেন বয়, ব্যালন ডি’অর জয়ী। তার সঙ্গে সম্ভাবনায় হলান্ড, বেলিংহ্যাম, লামিন আছে।’
লা লিগায় প্রথম তিন ম্যাচে যদিও গোলের দেখা পাননি ২৫ বর্ষী এমবাপে। রিয়ালের জার্সিতে কেবল সুপার কাপের ফাইনালে এবং আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সবশেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করেন বিশ্বজয়ী ফরোয়ার্ড।









