পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক কাইলিয়ান এমবাপে। তার আগে নিজের ফিটনেসের পরীক্ষা দিবেন ২৫ বর্ষী এ তারকা। আনুষ্ঠানিকভাবে উপস্থাপনের আগে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে তার।
বার্নাব্যুতে যাওয়ার আগে লা মোরালেজার সান্তিয়াস ক্লিনিকে স্প্যানিশ সময় সকাল নয়টায় হাজির হন এমবাপে। এরপর তিনি ভ্যালদেবেবাস অনুশীলন মাঠে যান পাঁচ বছরের আনুষ্ঠানিক চুক্তি করতে।
চুক্তি শেষে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এমবাপের হাতে ৯ নাম্বার জার্সি তুলে দেন। রিয়াল তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘ কাইলিয়ান এমবাপে-৯, স্বাগতম।’
আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে এমবাপে বলেছেন, ‘এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই, আমি এ ক্লাবের ইতিহাসের অংশ হতে চাই।’









